
একটা প্রেম, বন্ধুত্ব আর এগিয়ে চলা (পর্ব-১)
Onএইচ এম ফারুক আহমেদ ওর সাথে আমার প্রথম দেখাটা কাকতালীয়! জুন মাসের ১২ তারিখ আইইউবিতে এক বড় ভাইয়ের ফটো এক্সিবিশন আছে। প্রোগ্রামে যাবো এই জন্য সকালে অফিসে গিয়েই ডিপার্টমেন্টের বসকে বলে রাখলাম ভাইয়া আমার প্রোগ্রাম আছে ২টার দিকে একটু বের হবো। বলল…